আপনার বাসার পানির ট্যাংকে কতোটুকু পানি আছে দেখতে চান
তাহলে আমার দেয়া এই সার্কিটটি তৈরি করে আপনার বাড়ি ওয়াটার লেভেল ইন্ডিকেটর সার্কিটটি লাগাতে পারেন খুব সহজ কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি করুন ওয়াটার লেভেল ইন্ডিকেটর।
তাহলে আর দেরি নয় এখুনি তৈরি করে নিজে কস্ট কমান ছাদে যাওয়ার।
Comments
Post a Comment