FM TRANSMTTER CIRCUIT


আপনি কি রেডিও ট্রান্সমিটার তৈরি করতে চান তাহলে এই সার্কিটটি আপনার জন্য
এই সার্কিট এর মাধ্যমে আপনি রেডিও এফএম চ্যানেলে কথা শুনতে পাবেন।
তাহলে দেরি না করে তৈরি করুন এফএম ট্রান্সমিটার।
এই সার্কিট  দিয়ে আপনি দুরের কথা শুনতে পারবেন। আপনি গোয়েন্দাদের মতো কারও বাসায় এই ট্রানসমিটার সেট করে তাদের কথা শুনতে পারবেন। খুব দারুন একটি সার্কিট। আপনি চাইলে কম্পোনেন্ট দিয়ে সহজেই  বাসায় বসে তৈরি করতে পারবেন এই সার্কিট।

Comments

আমি জদি এটা কোথাও রেডি করে লাগাই
তার পরে আমি কথাগুলো কোথায় সুনতে পাব
আমি চাইছিলাম দুইটা am সারকিট বানিয়ে একটাথেকে আরেকটি am সারকিটে কথা সুনতে পাব এমন
একেবারে ওয়াকি টকির মত কি করা জাবে?
ভাই এই সার্কিটের কথাগুলো রেডিও এফএম চ্যানেলে শুনতে পাবেন। মোবাইল রেডিও এফএমেও শুনতে পাবেন।
আপনার ওয়াকিটকির বিষয়টি গবেষণা করে পরবর্তী পোস্টে দেয়ার চেস্টা করবো। (কমেন্টের জন্য ধন্যবাদ)
আমার ব্লগে ফলো বাটনটি ক্লিক দেন