আজকে আমি আরেকটি সার্কিট ডায়াগ্রাম নিয়ে হাজির হলাম
আপনার বাসায় যদি গ্যাস এলার্ম না থাকে তাহলে কম্পোনেন্ট নিয়ে তৈরি করুন এই ডিভাইসটি
আর আপনার বাসাকে আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।।
এই সার্কিটের কাজ হল আপনার বাসার গ্যাসের চুলা ভুল করে অন রেখে গেলেন এতে আপনার বাড়িতে গ্যাস ছড়িয়ে
থাকবে যার ফলে অগ্নিকান্ড হতে পারে।
কোন রকম প্রোগ্রামিং ছাড়াই এই সার্কিট তৈরি করুন সেন্সর নাম্বার হলো MQ-5/6 ব্যবহার করতে পারেন।এই সেন্সর গ্যাসের আলামত পাওয়ার সাথে সাথে এলার্ম বাজাবে আর জানালার ফ্যানটি অন করে দিবে। গ্যাসের পরিমাণ কমে গেলে তা নিজে থেকে অফ হয়ে যাবে। খুব সহজেই তৈরি করুন এই সার্কিট ।
Comments
Post a Comment