Gas alarm with adjustable fan circuit


আজকে আমি আরেকটি  সার্কিট  ডায়াগ্রাম  নিয়ে হাজির হলাম
আপনার বাসায় যদি গ্যাস এলার্ম  না থাকে তাহলে কম্পোনেন্ট  নিয়ে তৈরি করুন এই ডিভাইসটি
আর আপনার বাসাকে আগুনের দুর্ঘটনা থেকে রক্ষা  করুন।।
এই সার্কিটের কাজ হল আপনার বাসার গ্যাসের চুলা ভুল করে অন রেখে গেলেন এতে আপনার বাড়িতে গ্যাস ছড়িয়ে
থাকবে যার ফলে অগ্নিকান্ড হতে পারে।
কোন রকম প্রোগ্রামিং ছাড়াই এই সার্কিট  তৈরি করুন সেন্সর নাম্বার হলো  MQ-5/6 ব্যবহার করতে পারেন।এই সেন্সর গ্যাসের আলামত পাওয়ার সাথে সাথে এলার্ম বাজাবে আর জানালার ফ্যানটি অন করে দিবে। গ্যাসের পরিমাণ কমে গেলে তা নিজে থেকে অফ হয়ে যাবে। খুব সহজেই  তৈরি করুন এই সার্কিট ।

Comments