ইনভার্টার সার্কিটঃ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের শেখার জন্য নতুন একটি সার্কিট নিয়ে উপস্থিত হলাম। এই সার্কিটের কাজ হল ডিসি থেকে এসিতে রুপান্তর করা।আপনারা হয়তো এই সার্কিট অনেকে তৈরি করেছেন বিভিন্ন সহজ সার্কিট ডায়াগ্রাম দিয়ে কিন্তু সেই সার্কিট বেশিদিন চলার পর নস্ট হয়ে যায় অথবা পার্টস পুড়ে যায়।কিন্তু আমার এই সার্কিট আপনি বহুদিন ব্যবহার করতে পারবেন।কারণ এই সার্কিটটি আইপিএস এর একটি অংশের ডায়াগ্রাম থেকে নেওয়া।
কেন তৈরি করব এই সার্কিট?
এই সার্কিট বহুদিন ব্যবহার করলে নস্ট হয় না আর ট্রান্সফরমার অক্ষত অবস্থায় থাকে। খুব সহজে তৈরি করতে পারবেন এই সার্কিট। আর খরচ ও কম পড়বে।
যাদের বাসায় সোলার প্যানেল আছে তাদের জন্য এই সার্কিট খুব প্রয়োজন কারণ তারা ডিসি লাইট জ্বালাতে পারে। কিন্তু এই সার্কিটের কাজ হল ডিসি থেকে এসি উৎপন্ন করা। আর এই সার্কিট ট্রান্সফরমার লাগালে এসি উৎপন্ন হয়। ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।
Comments
Post a Comment