Inverter Circuit

 প্রিয় বন্ধুরা,

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডায়াগ্রাম।555টাইমার আইসি দিয়ে খুব সহজে একটি ইনভার্টার সার্কিট তৈরি করতে পারবেন।প্রতিবারের মত আমি একটি করে ডায়াগ্রাম নিয়ে হাজির। 

কাজের বিবরণঃ

প্রথমে 555টাইমার আইসি নিবেন আইসি ১নং পিন গ্রাউন্ডে লাগাবেন ৮নং আর ৪নং পিন একসাথে যুক্ত  করবেন আর পজেটিভ কানেকশনে যুক্ত করবেন, ৬নং পিন ২নং পিনের সাথে যুক্ত করবেন সাথে একটি পোলারাইট ক্যাপাসিটর যুক্ত করবেন যার পজেটি কানেকশন ৬নং পিনে লাগাবেন  আর নেগেটিভ টার্মিনাল গ্রারাউন্ডে যুক্ত করবেন,(ক্যাপাসিটর নং 4.7 u,50v)।৭নং পিন রেজিস্টর কানেকশন করবেন পজেটিভ কানেকশনের সাথে।(রেজিস্টর 10k)..আবার 

10k ভেরিয়েবল কানেক্ট করবেন ৬নং ও ৭নং পিনের সাথে, এইবার দুটি মসফেট নিবেন দুটির কানেকশন ৩নং পিনের সাথে কানেক্ট করবেন শেষে একটি ট্রান্সফরমার যুক্ত করবেন। 

ব্লগটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমি আরও সার্কিট ডায়াগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব।বিদায়


Comments