আপনি ডিসি মোটরকে রিভার্স করতে চান তাহলে এই সার্কিট তৈরি করুন। এই সার্কিটের মাধ্যমে আপনি মোটরকে বাটনকে একবার প্রেস করলে ডানদিকে আর আরেকবার প্রেস করলে বামদিকে ঘুরবে। আপনার কোন ডিভাইসের সাহায্যে কাজে লাগতে পারে। আমি প্রতিবারের মত বিভিন্ন সার্কিট কালেকসন করে আপনাদের মাঝে তুলে ধরি যারা সার্কিট প্রেমী তাদের জন্য আমার এই ডায়াগ্রাম আশা করি সবাই অনুসরণ করে তৈরি করবেন।
Comments
Post a Comment